রোহিঙ্গাদের জন্য আরও ৮৫ টন ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য

ফাইল ছবি

মায়ানমারে রাখাইনে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের পাঠানো  ৮৫ দশমিক ০৮ মেট্রিকটন ত্রাণ সামগ্রী চট্টগ্রাম পৌঁছেছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাজ্যের ত্রাণে দ্বিতীয় চালান এসে পৌঁছায়।

বাংলাদেশের পক্ষে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডি এ ত্রাণ পাঠিয়েছে। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে এক হাজার ৪৭৮ শেল্টার কিট, ২০ হাজার কম্বল এবং সাড়ে ১০ হাজার স্লিপিং ম্যাট।

ডিএফআইডির লজিস্টিকস অফিসার মার্ক কুইন এবং চট্টগ্রামে আইওএমর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান খান ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিকালে ডিএফআইডির পাঠানো ৯৮ টন ত্রাণবাহী চট্টগ্রামে এসে পৌঁছায়। এ নিয়ে দুই দিনে মোট ১৮৩ টন ত্রাণ সামগ্রী পাঠাল যুক্তরাজ্য।

উল্লেখ, চলতি বছরের ২৫ আগস্ট থেকে মায়ানমারের রাখাইন রাজ্যে ছড়িয়ে পড়া সহিংসতা জেরে এখন পর্যন্ত প্রায় ৫ লাখের বেশি রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই বিপুল সংখ্যক শরনার্থীর জন্য বিশ্বের অনেক দেই সহায়তায়র হাত বাড়িয়ে দিয়েছে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, জার্মানী, যুক্তরাজ্যসহ অনেক দেশই ত্রাণ সামগ্রিসহ নগদ অর্থ সহায়তা পাঠিয়েছে রোহিঙ্গাদের জন্য।

আজকের বাজার : এলকে/এলকে ২৯ সেপ্টেম্বর ২০১৭