যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের জন্য ৬ লাখ ২২ হাজার ৮০০ ডোজ কন্ট্রাসেপ্টিভ (গর্ভনিরোধক) সামগ্রী প্রদান করেছে। এ পর্যন্ত সবমিলিয়ে যুক্তরাষ্ট্র প্রায় দশ ১০ লক্ষ কন্ট্রাসেপ্টিভ প্রদান করলো যার মূল্যমান দাঁড়ায় ৯ লাখ ১ হাজার ২৩২ ডলার।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২ লাখ ৯২ হাজার ডোজ কন্ট্রাসেপ্টিভ এবং ২০১৭ সালের ডিসেম্বরে ৩০ লাখ প্যাকেট ওরস্যালাইন প্রদান করে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা প্রকট স্বাস্থ্য ঝুঁকির সম্মুখিন হচ্ছে এবং সেখানে রয়েছে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সামগ্রীর অপ্রতুলতা। বিশেষ করে, নবজাতক, শিশু, স্তনদাত্রী ও গর্ভবতী নারীরা অপুষ্টি, সংক্রামক রোগ ও খাদ্য অনিরাপত্তার স্বীকার হচ্ছে।
আজজের বাজার/আরজেড