বাংলাদেশের কক্সবাজারের জেলা প্রশাসন বলছে জেলার উখিয়ার একটি জায়গায় দু লাখ রোহিঙ্গার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
রাখাইনে মায়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সেখানে সব ধরনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ।
তিনি বলেন উখিয়ার বালুখালীতে এই আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। আর নির্মিত হলে এটিই হবে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র, যার আয়তন হবে প্রায় আড়াই হাজার একর জুড়ে।
তবে জায়গার পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজী হননি জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। হোসেন বলেন রোহিঙ্গারা যেনো ছড়িয়ে ছিটিয়ে না থেকে সুনির্দিষ্ট জায়গায় থাকতে পারে সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। "পর্যায়ক্রমে সবাইকেই এখানে নিয়ে আসা হবে"।
জাতিসংঘের হিসেব অনুযায়ী এ দফায় ভয়াবহ নির্যাতনের মুখ প্রাণ বাঁচাতে অন্তত ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
বাংলাদেশ সবসময়ই এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য আহবান জানালে মায়ানমার তাতে কখনোই সাড়া দেয়নি।
আজকের বাজার:এলকে/এলকে/ ১০ সেপ্টেম্বর ২০১৭