মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্য সম্মত স্যানেটারি ল্যাট্রিন ও বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
রিহ্যাব এর অর্থায়নে কক্সবাজার বালুখালি পানবাজারের রোহিঙ্গা শিবিরে ৫০০টি স্যানেটারি ল্যাট্রিন ও ১০০টি গভীর নলকূপ স্থাপন করা হবে।সহায়তামূলক এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রোহিঙ্গা স্যানিটেশন প্রজেক্ট’।
স্যানেটারি ল্যাট্রিন ও গভীর নলকূপ ছাড়াও শরণার্থীদের মধ্যে শাড়ি, লুঙ্গী, খাবার স্যালাইন এবং শিশুদের শুকনো খাবার ও বিস্কুট প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
১৮ সেপ্টেম্বর সোমবার যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে রিহ্যাব এর ‘রোহিঙ্গা স্যানিটেশন প্রজেক্ট’ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আহকাম উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কৈয়ূম চৌধুরী, রিহ্যাব পরিচালক প্রকৌশলী দিদারুল হক চৌধুরী, মো. ওমর ফারুক, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল স্ট্যান্ডিং কমিটির সদস্য, হাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাফর ও এস এম আব্দুল গাফফার মিয়াজীসহ আরো অনেকে।
আরাকান থেকে উচ্ছেদ করার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ব্যাপক হারে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ করলেও স্যানেটারি ল্যাট্রিন ও গভীর নলকূপ স্থাপনের দিকে কেউ নজর দেয়নি। রিহ্যাবই প্রথম এমন উদ্যােগ নিল।
আজকের বাজার : এলকে/এলকে ১৯ সেপ্টেম্বর ২০১৭