আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকও জানিয়েছে,তারা বাংলাদেশ সরকার,স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সহায়তা দিতে প্রস্তুত।
১২ অক্টোবর বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য দরজা খোলা রেখেছে। তাদের সহায়তা দেওয়া বাংলাদেশের জন্য চাপে পরিণত হয়েছে। কারণ, দেশটি এমনিতেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে যাচ্ছে।
এতে আরও বলা হয়, বিশ্বব্যাংক কী পরিমাণ সহায়তা দেবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে যে সহায়তা কার্যক্রম নেওয়া হবে তাতে স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন কর্মসূচির সম্প্রসারণ অন্তর্ভুক্ত থাকবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। তার উপর আবার প্রতিদিন নুতন নতুন রোহিঙ্গা আসছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আসলেই উদার। তার জন্য সরকার কৃতজ্ঞ। কিন্তু আমাদের এখন আন্তর্জাতিক অঙ্গন থেকে মানবিক সহায়তা দরকার। আমরা এখন বিশ্বব্যাংকের সহায়তা চাই।
বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি -আইডিএ ‘রিফিউজি ফান্ড’ নামে নতুন একটি তহবিল গঠন করেছে, যার উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের সহায়তা দেওয়া।
এই তহবিলের আকার ২০০ কোটি ডলার। যে কোনো দেশ প্রয়োজনে সেখান থেকে তিন বছর মেয়াদে সর্বোচ্চ ৪০ কোটি ডলার ঋণ নিতে পারে। তবে সেজন্য সুদ দিতে হয়। মোট অর্থের একটি অংশ বিশ্ব ব্যাংক অনুদান হিসেবেও দিতে পারে।
বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের প্রধান চিমিয়াও ফান গত ২৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ওই তহবিল থেকে রোহিঙ্গাদের জন্য ঋণ দেওয়ার বিষয়টি প্রথম সামনে আনেন। বিশ্ব ব্যাংক জানায়, সেখান থেকে বাংলাদেশ সহায়তা নিতে পারে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, আমরা আশা করব, রোহিঙ্গারা শিগগির নিরাপদে নিজ দেশে ফিরতে পারবে। তার জন্য অবশ্য আন্তর্জাতিক সমর্থন দরকার। এই সমর্থনের জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার তা করব।