রোহিঙ্গাদের জন্য ১০ হাজার টয়লেট নির্মাণ করবে ইউনিসেফ

মায়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ১০ হাজার টয়লেট নির্মাণ করবে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

১১ অক্টোবর বুধবার সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়।

ইউনিসেফের পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এডআর্ট বেগবেদার ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুল কবির।

উল্লেখ, গত ২৫ আগস্ট রোহিঙ্গা গ্রামবাসীর সহায়তা বিদ্রোহীরা প্রায় ৩০টি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ওই হামলায় প্রায় এক ডজন সেনা নিহত হয়।

এর জবাবে মায়ানমার সেনারা রাখাইনে রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালায়। এ অভিযান থেকে বাঁচতে গত এক মাসে প্রায় ৬ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘ মায়ানমারের এ অভিযানকে জাতিগত নিধন বলে উল্লেখ করে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়েছে মায়ানমার। এখন রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে দেশটির উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।