রোহিঙ্গাদের জন্য ৪০ লাখ ডলার দেবে জাপান

মায়ানমারের সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪০ লাখ ডলার ত্রাণ সহায়তা দেবে জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দেন।

জরুরি সহায়তার মধ্যে থাকবে খাদ্য, পানি ও আশ্রয় সামগ্রী সরবরাহ। আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে খুব শিগগির এ অর্থ সরবরাহ করা হবে।

গত ২৪ আগস্ট রাখাইন রাজ্যের ‘বিদ্রোহী রোহিঙ্গা’রা ২৪টি পুলিশ চেকপোস্টে সমন্বিত হামলা চালায় বলে মায়ানমারের দাবি। এ হামলায় অন্তত ১২ জন সেনা নিহত হয়। ওই হামলার পরই মায়ানমারের সেনারা অভিযান শুরু করে। রোহিঙ্গাদের উপর নির্যাতন, ধর্ষণ ও হত্যাযজ্ঞ শুরু করে।

প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের তথ্য মতে, ২৫ আগস্টের পর ৪ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এ অভিযানকে মায়ানমারের জাতিগত নিধন বলে উল্লেখ করে সংস্থাটি।

এ ইস্যুতে কঠোর সমালোচনার মুখে আন্তর্জাতিক চাপে পড়েছে মায়ানমার। ‘সেনাশাসিত’ দেশটির কার্যত নেতা অং সান সু চির নোবেল প্রত্যাহারেরও দাবি উঠেছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের নির্যাতনের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।

আজকের বাজার : এলকে/এলকে ২১ সেপ্টেম্বর ২০১৭