মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের সাহায্যার্থে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অপরিশোধযোগ্য অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে রোহিঙ্গাদের স্বাস্থ্যখাতে সহায়তার জন্য বিশ্বব্যাংক বোর্ড বৃহস্পতিবার পাঁচ কোটি ডলারের ছাড়ের অনুমোদন দিয়েছে। ৪৮ কোটি ডলার সহায়তার এই কিস্তি এটার প্রথম ধাপ। খবর রয়টার্স।
কানাডা ও বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) যৌথভাবে স্বাস্থ্যখাতে অর্থের যোগান দিচ্ছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের মাতৃত্বকালীন, নবজাতক, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য-পুষ্টি সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হবে।
বিশ্বব্যাংক জানিয়েছে, আইডিএ’র সহযোগিতায় বিশ্বের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশ্বব্যাংকের যে তহবিল রয়েছে সেখান থেকে ৪০ কোটি ডলার বাংলাদেশকে দেওয়া হবে রোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য।
বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ দেখে আমরা এ উদ্যোগ নিয়েছি এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।
এদিকে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ম্যারি ক্লড বিবো এক বিবৃতিতে জানিয়েছেন, কানাডার দেওয়া প্রত্যেকটি ডলার রোহিঙ্গাদের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেবার জন্য অতিরিক্ত পাঁচ ডলার ছাড়ের ব্যবস্থা করবে।
বিশ্ব ব্যাংকের আশঙ্কা, বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে রোহিঙ্গারা স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হবে তারা। রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ১-২ জুলাই বাংলাদেশ সফর করবেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গা নিধন ও উচ্ছেদ অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে এ পর্যন্ত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারের এই কর্মকাণ্ডকে ‘জাতিগত নিধন’ ও ‘মানবতাবিরোধী অপরাধের’ মতো অপরাধ আখ্যা দিলেও মিয়ানমার তা অস্বীকার করে আসছে।
আজকের বাজার/এমএইচ