রোহিঙ্গাদের জমিতে হচ্ছে সামরিক ঘাঁটি

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে সামরিক ঘাঁটি নির্মাণ করছে মিয়ানমার সরকার। রোববার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সামরিক সংবাদভিত্তিক ওয়েবসাইট সোফরেপ।

খবরে বলা হয় , রাখাইন রাজ্যের বুথিডাউং শহরে রোহিঙ্গাদের ফেলে আসা ভূমি দখলে নিয়েছে সরকার।  এরই মধ্যে সেখানে পতাকা টানিয়ে দিয়েছে পুলিশ।  এছাড়া এসব জায়গায় গবাদিপশু নিয়ে যাওয়ার ব্যাপারেও গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে।

জমিগুলো বৈধভাবে অধিগ্রহণ করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।  তবে ঘাঁটির নির্মাণকাজ শুরুর খবর নিশ্চিত করেছে তারা।

গত বছরের ২৫শে আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গা দমনে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৯ লাখ মানুষ।

আরএম/