বাংলাদেশে আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জন্য ত্রিশ লাখ প্যাকেট ওরস্যালাইন দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)।
মঙ্গলবার ১৯ ডিসেম্বর ঢাকায় মহাখালীতে ইউএসএইডের কর্মকর্তারা ওরস্যালাইনের চালানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
২৪ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র সরকার ৬ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা এবং রোহিঙ্গা আশ্রয় শিবির এলাকায় জনগণকে ৯০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা দিয়েছে। মঙ্গলবার ইউএসএইডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
ইউএসএইডের বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি বলেন,বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্ব করে এই জীবন বাঁচানো দ্রব্যাদি রোহিঙ্গা শরণার্থীদের প্রদান করতে পেরে ইউএসএইড গর্বিত।
আজকের বাজার: এসএস/ওএফ/এলকে/ ১৯ ডিসেম্বর ২০১৭