রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে তুরস্কের প্রধানমন্ত্রী

মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সরাসরি দেখতে কক্সবাজারে গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিম।

বুধবার ২০ ডিসেম্বর সকালে পৌনে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন তিনি। ৩ দিনের সরকারি সফরে বুধবার তার শেষ দিন।

তুর্কি প্রধানমন্ত্রী কক্সবাজার থেকেই নিজ দেশের উদ্দেশ্যে বিদায় নেবেন। কক্সবাজারে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গত সোমবার রাতে তিনি বাংলাদেশে আসেন। গতকাল মঙ্গলবার ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন তিনি।

আজকের বাজার: এলকে/ ২০ ডিসেম্বর ২০১৭