রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে এলেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার এমেকা ইউজিগো।
ওয়ার্ল্ড ফুটবলার্স ফোরামের ডাকে সাড়া দিয়ে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে এমেকার সঙ্গে যোগ দিয়েছেন তারই স্বদেশী স্টেনলি সিজিকোলিও।
গেল ২০ এপ্রিল কলকাতা শহর থেকে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এমেকা। যাত্রাপথে তারা কিছু সময়ের জন্য বিরতি নেন ফেনী জেলায়। ফেনীতে একটি র্যালিতে যোগ দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।
এমেকা জানিয়েছেন অর্থ সংগ্রহের জন্য বাংলাদেশ ও ভারতে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে।
এছাড়াও রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাশিয়া বিশ্বকাপ চলাকালে সব ভেন্যুতে এমেকার নেতৃত্বে বিভিন্ন পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।
আরজেড/