নিজ ভূমিতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থার পরিবেশ তৈরিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের রিপোর্টের উপর আয়োজিত এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, স্বেচ্ছায় রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত করতে হবে; যা ছাড়া প্রত্যাবাসন টেকসই হওয়া সম্ভব নয়। আর এই আস্থা বিনির্মাণে রোহিঙ্গাদের উপর সংঘটিত ভয়াবহ সহিংসতার দায়বদ্ধতা নিরূপন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করে বাংলাদেশ।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আরও বলেন, দ্বিপাক্ষিক পদক্ষেপসমূহ বাস্তবায়নেও দায়বদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সঠিকভাবে অনুসরণ করা উচিত।
২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে পর পর দুইবার এই কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত হওয়া জনগণের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টারই স্বীকৃতি। কাউন্সিলের এই নির্বাচনে এশিয়া প্রশান্ত গ্রুপ থেকে বাংলাদেশকে সমর্থন করার জন্য সদস্যরাষ্ট্রসমূহকে ধন্যবাদ জানান স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ গৃহীত পদক্ষেপসমূহের বাস্তবায়ন এবং এই কাউন্সিলের উচ্চ উদ্দেশ্যসমূহকে সমুন্নত রাখতে বাংলাদেশ পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ”।
মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) এর বিষয়ে স্থায়ী প্রতিনিধি বলেন, “আমরা গত মে মাসে এই রিভিউ শেষ করেছি। রিভিউতে, মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের উত্তম অনুশীলনের উচ্ছ্বসিত প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়”।
মানবাধিকার কাউন্সিলের নির্বাচিত সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনগুলোতে কাউন্সিলের সকল গঠনমূলক প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশ অব্যাহতভাবে কাজ করে যাবে মর্মে উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ।
একই দিনে মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট উত্থাপিত রিপোর্টের কারিগরি বিষয়ে তৃতীয় কমিটির আওতায় আয়োজিত আরেকটি সভায়ও বক্তব্য প্রদান করেন স্থায়ী প্রতিনিধি। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ