পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই-কমিশনার জুলিয়া নিবলেট আজ রোববার পররাষ্ট্র মন্ত্রীর সাথে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে করতে গেলে এক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদান করায় অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান। ড. মোমেন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা এবং বাংলাদেশের ডিপ্লোমা ডিগ্রি’কে অনুমোদন দেওয়ার জন্য তার সরকারকে বোঝানোর জন্য বিদায়ী হাইকমিশনারকে অনুরোধ করেন। জুলিয়া নিবলেট তার সরকারের কাছে এই অনুরোধ তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন। এসময় ড. মোমেন অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেন।
তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান