মায়ানমারের পুনর্বাসন বিষয়ক মন্ত্রী ইন মিয়াট আয় বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের সবাইকে মায়ানমারে ফিরতে দেয়া হবে না।’
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।
ইন মিয়াট আয় বিবিসিকে বলেন, ‘যেসব রোহিঙ্গা প্রমাণ করতে পারবে যে তারা মায়ানমারে বাস করতেন এবং মায়ানমারের নাগরিক,শুধু তারাই ফিরে আসতে পারবেন।’
কিন্তু বাংলাদেশে আশ্রয় নেয়া বেশিরভাগ রোহিঙ্গাকে মায়ানমারের নাগরিকত্ব দেয়া হয়নি। ফলে মন্ত্রীর এই বক্তব্যের ফলে মায়ানমারে খুব কম সংখ্যক রোহিঙ্গা ফিরে যেতে পারবেন।
উল্লেখ্য, রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদের লক্ষ্যে সম্প্রতি রাজ্যে সেনা মোতায়েন করে মায়ানমার সরকার। গত ২৪ আগস্ট রাতে একযোগে কয়েকটি পুলিশ চেকপোস্টে বিদ্রোহী রোহিঙ্গারা হামলা করে। এতে নিরাপত্তা বাহিনীর কয়েক সদস্যসহ বেশকিছু রোহিঙ্গা নিহত হয়।
ওই ঘটনার পর রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন, নারীদের ধর্ষণ ও হত্যা এবং গুলি করে রোহিঙ্গাদের হত্যাসহ ব্যাপক দমন-পীড়ন শুরু করে সেনাবাহিনী। প্রাণে বাঁচতে রাখাইন ছেড়ে বাংলাদেশ সীমান্তে আসতে শুরু করে রোহিঙ্গারা। শুরুতে তাদের প্রবেশে বাঁধা দেয়া হলেও এখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। ফলে মাত্র দুই সপ্তাহে এ সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ১০ সেপ্টেম্বর ২০১৭