রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মায়ানমার

মায়ানমার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করব। এই গ্রুপ একটি কর্মপদ্ধতি তৈরি করবে। সে অনুয়ায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা বলেন মন্ত্রী। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কফি আনান কমিশনের সুপারিশ এবং জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফার আলোকে কাজ করবে।

মন্ত্রী বলেন, সূচির সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি তাকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আপনিও দীর্ঘ আন্দোলন করে মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে আপনি সেখানে শান্তির পরিবেশ সৃষ্টি করেন।

‘সূচি বলেছেন, রোহিঙ্গারা আসতে চায় না। আমি তাকে বলেছি, রোহিঙ্গারা কেন নিজ দেশে আসতে চায় না সেটা আপনারা ভালো জানেন। আসার পরিবেশ তৈরি করতে হবে।’

আজকের বাজার:এলকে/এলকে ২৬ অক্টোবর ২০১৭