বাংলাদেশে যাচাই-বাছাইকৃত রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের আরো বেশি সহযোগিতা চেয়েছেন তিনি।
চলতি বছরের শুরু থেকে কয়েক বার এই প্রক্রিয়া পিছিয়ে যাবার প্রেক্ষিতে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সু চি।
এপি’র খবরে বলা হয়, আজ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সাথে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন সু চি। রাখাইনের পরিস্থিতি সম্পর্কে তাদের তিনি বলেছেন, ওই এলাকায় সে কোনো সময় ফের সহিংসতা শুরু হতে পারে।
স্টেট কাউন্সেলরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থাটি। তবে বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত কিছুই উল্লেখ করা হয়নি।
রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে এই মুহূর্তে মিয়ানমারে অবস্থান করছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেলে তারা মিয়ানমারের রাজধানী নেপিডোতে গিয়ে পৌঁছায়। এর আগে প্রতিনিধি দলটি দুদিন বাংলাদেশে ছিল। কক্সবাজারে তারা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখান তারা রোহিঙ্গাদের মুখ থেকেই তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ শুনেছেন।
এস/