গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া মায়ানমারের রাখাইনের রোহিঙ্গা নাগরিকদের অবশ্যই দেশটিকে ফেরত নিতে হবে বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বাংলাদেশে সফরে আসা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন। ২২ অক্টোবর রোববার সন্ধ্যায় গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন,মায়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফেরত নিতে হবে।
প্রধানমন্ত্রী বৈঠকের শুরুতে রোহিঙ্গা প্রসঙ্গটি উত্থাপন করেন। এ সময় সুষমা স্বরাজ বলেন,বিশাল সংখ্যার এই শরণার্থীরা বাংলাদেশের জন্য বড় বোঝা। বাংলাদেশে কত দিন এই ভার বহন করবে। এর একটা স্থায়ী সমাধান হতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সেদেশের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।
বৈঠকের শুরুতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর ব্যবহৃত কিছু সমরাস্ত্র প্রদানের অনুষ্ঠান হয়। বাংলাদেশকে শুভেচ্ছার স্মারক হিসেবে তখন ব্যবহৃত এমআই হেলিকপ্টার, দুটি ট্যাংক, ২৫টি বিভিন্ন অস্ত্র দিয়েছে ভারত। গণভবনের অনুষ্ঠানে ৩৮ ক্যালিবারের একটি সার্ভিস রিভলবার শেখ হাসিনার হাতে তুলে দেন সুষমা স্বরাজ।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭