রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং কমিশন গঠনে মায়ানমারকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে তাগাদা দেওয়া হয়।
মায়ানমারের রাজধানী নাইপিদোতে স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা ওঠে এসেছে। আমরা জানিয়েছি, ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে।
সেনাবাহিনীর দমন পীড়ণের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহবান জানিয়ে আসছে বাংলাদেশ।
আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত ও তার দপ্তর বিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে গত ১ অক্টোবর ঢাকা সফরে আসেন।
তার ওই সফরে দুই দেশের কর্মকর্তাদের আলোচনায় রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং কমিশন গঠনের বিষয়ে মতৈক্য হয়।
মঙ্গলবারের এই বৈঠকে মায়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিও সই ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অং সোয়ে ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব ও পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে আসাদুজ্জামান খাঁন কামাল জানান।
আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলেছে, রোহিঙ্গারা বাঙালি। আমি বলেছি, সারা পৃথিবীতে ৩৫ কোটি মানুষ বাংলায় কথা বলে। বাংলাদেশের নাগরিক মাত্র ১৬ কোটির সামান্য বেশি। বাংলায় কথা বললেই কেউ বাংলাদেশি নয়। তাছাড়া রোহিঙ্গারা বাংলায় কথা বলে না। তারা তাদের ভাষাতে কথা বলে।
ওই বৈঠক নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিগগিরই’ বাংলাদেশ থেকে নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মায়ানমার কর্তৃপক্ষ।
এই সংকটের সমাধানে তারা কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করেছে বলেও এতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহমেদ চৌধুরী, আইজিপি এ কে এম শহিদুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম আওরঙ্গজেব চৌধুরী মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সফিউর রহমান ছিলেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
আজকের বাজার:এলকে/এলকে ২৫ অক্টোবর ২০১৭