মেহরাজ মোর্শেদ : রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর দমন অভিযান এবং জাতিগত নিপীড়ন বন্ধের জন্য দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ আহবান জানান। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বক্তব্যের কয়েক ঘণ্টা পর জাতিসংঘে মিয়ানমার নিয়ে বক্তব্য দিলেন অ্যান্তোনিও গুতেরেস।
বার্তা সংস্থা পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, “রাখাইন রাজ্যের সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমরা সবাই মর্মাহত।”
খবরে আরও বলা হয়, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি জাতির উদ্দেশে দেয়া বক্তৃতায় আন্তর্জাতিক অঙ্গনের উদ্বেগ নিরসন করতে ব্যর্থ হয়েছেন।অবশ্য সু চি আশ্বাস দিয়ে বলেছেন, রাখাইন রাজ্যে তাঁর সরকার আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশন যে রিপোর্ট দিয়েছে তা বাস্তবায়নের বিষয়ে সু চির প্রতিশ্রুতিকে তিনি গুরুত্ব দিচ্ছেন; কিন্তু এটা ঠিক যে, মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে বিনা বাধায় ত্রাণ পাঠানোর সুযোগ দিতে হবে।
আজকের বাজার : এমএম / ২০ সেপ্টেম্বর ২০১৭