রোহিঙ্গাদের সহায়তায় দেড় কোটি ইউরো দিল ইইউ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও দেড় কোটি ইউরো সরবরাহ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

সংস্থাটি জানায়, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সাহায্য করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

‘ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ নিভিন মিমিকা বলেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তুদের অর্ধেকের বেশি ১৮ বছরের কম বয়সী। সেই সাথে সংঘাতের কারণে অনেক নারীকে একা নিজ পরিবারের দেখভাল করতে হচ্ছে। সুতরাং এই দেড় কোটি ইউরো সহায়তা প্যাকেজে অগ্রাধিকার পাবে শিশু, কিশোর ও নারী-প্রধান পরিবারের প্রয়োজনগুলো।’

মানবিক সহায়তা হিসেবে ইইউ এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি মার্কিন ডলার দিয়েছে।

সংস্থাটি রোহিঙ্গা উদ্বাস্তু সংকট শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট পরিমাণে রাজনৈতিক, উন্নয়নমূলক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। তথ্যসূত্র-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ