রোহিঙ্গাদের ২২৪ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র

সহিংসতার মুখে মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২ কোটি ৮০ লাখ ডলার বা ২২৪ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র।

২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, এ অর্থ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়স্থান, খাদ্য নিরাপত্তা, পুষ্টি সহায়তা, স্বাস্থ্য সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

তিনি বলেন, মায়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায়ও ৩৫ লাখ ডলার দেওয়া হবে। এ বছর মায়ানমারে বাস্তুচ্যুত ও সেখান থেকে আসা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ সাড়ে নয় কোটি (৯৫ মিলিয়ন) ডলারে দাঁড়াচ্ছে ।

এসময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

এসময় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাশে থাকবে। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মায়ানমারে ফিরত পাঠাতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

উল্লেখ, গত ২৫ আগস্ট পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলার পর দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গ্রামে নতুন করে দমন অভিযানে নামে। প্রাণে বাঁচতে ওই সময়ের পর ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে।

আজকের বাজার : এলকে/এলকে ২০ সেপ্টেম্বর ২০১৭