ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছে, রোহিঙ্গা মুসলিমদের বেশ কয়েকজনের সঙ্গে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) এবং সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট(আইএস)’র সঙ্গে যোগসূত্র রয়েছে। এই কারণে রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গোয়েন্দাদের কাছে এমন তথ্যই এসেছে বলে সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে ১৮ সেপ্টেম্বর সোমবার কেন্দ্রীয় সরকার এ তথ্য জানিয়েছে।
কেন্দ্র সরকার আরো দাবি করেছে, কয়েকজন সন্ত্রাসবাদী রোহিঙ্গা দিল্লি, হায়দরাবাদ, মেবার ও কাশ্মিরে সক্রিয়ভাবে কাজ করছে।
বেআইনি রোহিঙ্গা শরণার্থীদের পরিকল্পিতভাবে ভারতে ঢোকাতে মায়ানমার, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় একটি দালাল চক্র কাজ করছে বলেও দাবি করেছে সরকার। তাদের ভারতে প্রবেশ করতে দেয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন এক রোহিঙ্গা। তারই শুনানিতে সুপ্রিম কোর্টের কাছে ১৫ পাতার হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সরকারের প্রশাসনিক নীতিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় বলেও হলফনামায় বলা হয়েছে।
সুপ্রিম কোর্টে রোহিঙ্গাদের পক্ষে রয়েছেন বাঘা বাঘা আইনজীবীরা। সেই তালিকায় রয়েছে ফলি নরিম্যান, কপিল সিবাল, রাজিব ধাওয়ান, কোলিন গনজালভেস, অশ্বনী কুমার ও প্রশান্ত ভূষণের নাম।
রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোর জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে নোটিশ পাঠানোর আর্জি জানিয়ে যে পিটিশন দাখিল করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৩ অক্টোবর।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭