রোহিঙ্গারা মৃত্যুর প্রহর গুণছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা খাদ্য, বাসস্থান ও পানির অভাবে মৃত্যুর প্রহর গুণছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। ১৭ সেপ্টেম্বর রোববার সংস্থাটি এ সতর্কবার্তা দিয়েছে। খবর রয়টার্স।

গত ২৪ অগাস্ট রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার পর শুরু হয় সেনা অভিযান। এ অভিযানে রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যা-ধর্ষণ করা হয় বলে অভিযোগ আছে। এরপরই প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে ছুটা শুরু করে।

ইতোমধ্যে ৪ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মায়ানমার সরকার সেনাবাহিনীর এই অভিযানকে বলছে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’। তবে জাতিসংঘ একে বেসামরিক রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন বলে আখ্যায়িত করেছে।

সেভ দ্য চিলড্রেন তাদের বিবৃতিতে বলেছে, অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থায় কক্সবাজারে আসছে। তাদের কাছে কোনো খাবার নেই। নেই তেষ্টা মেটানোর পানিটুকুও।

বেসরকারি এই সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স বলেন, রোহিঙ্গাদের খাদ্য, আশ্রয়, পানি ও মৌলিক স্বাস্থ্য সহায়তা নিয়ে আমি চিন্তিত। প্রয়োজনের তুলনায় এই চাহিদা পূরণ হচ্ছে না। পরিবারগুলো যদি তাদের সদস্যদের এই চাহিদা পূরণ করতে না পারে, তবে তার ভোগান্তি ভয়াবহ হবে; প্রাণহানি ঘটবে।

বাংলাদেশ বহু বছর ধরে রোহিঙ্গা ইস্যুতে ভুগছে। গত ২৫ আগস্টের আগ পর্যন্ত এখানে ৪ লাখের মতো রোহিঙ্গা অবস্থান করছে।

পিয়ার্স বলেন, রোহিঙ্গাদের মানবিক আবেদনে দ্রুত সাড়া বাড়ানো উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যদি দ্রুত এগিয়ে আসে; তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবেই তাদের বাঁচানো সম্ভব।

আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭