রাখাইন থেকে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, প্রথমবারের মতো স্বীকার করেছে মিয়ানমার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাখাইন প্রাদেশিক সরকারের সচিব টিন মং সোয়ে এ কথা জানান।
প্রতিবেদনে আরো বলা হয়, ইয়াংগুন থেকে বিবিসি বার্মিজ বিভাগের সংবাদদাতা স ইয়েন নাইং জানান, টিন মং সোয়ে বলেছেন, ২৫শে আগস্টের পর থেকে প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার মুসলমান মংডু ছেড়ে পালিয়েছে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরসার আক্রমণের পর তারা পালিয়ে বাংলাদেশে যায় বলেও জানিয়েছেন তিনি।
তবে, এ তথ্য কিভাবে সংগ্রহ হয়েছে তা নিয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। এছাড়া এখনো রাখাইনে প্রায় চার লাখ ৭০ হাজার মুসলিম রয়েছে বলে দাবি করেছেন টিন মং সোয়ে। এর আগে, গেলো বছর ২৫শে আগস্টের আগে রাখাইনে প্রায় ১০ লাখ পাঁচ হাজার মুসলিম ছিল।
আজকের বাজার/আরজেড