রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা কুড়ানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভূমিকার জন্য দুটি সম্মাননা পেতে যাচ্ছেন। খবর ইউএনবি।
মানবতার দৃষ্টান্ত দেখিয়ে হাজার হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস থেকে তিনি গ্রহণ করবেন ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
এর আগে জাতিসংঘের সাবেক দুই মহাসচিব কফি আনান ও বুট্রোস বুট্রোস-ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এই সম্মাননা পেয়েছিলেন।
এছাড়া, রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী গ্লোবাল হোপ কোয়ালিশন থেকে স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।
২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা দুটি তুলে দেয়া হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ২৩ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।
জাতিসংঘের ৭৩তম অধিবেশনের সাধারণ বিতর্ক চলবে ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।
আজকের বাজার/এমএইচ