রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের জন্য ইন্দোনেশিয়ার কাছ থেকে অব্যাহত সমর্থন চেয়েছে বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বুধবার বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে অভিনন্দন জানানো জন্য ফোন করলে তিনি এ সমর্থন চান।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফোনে আলাপকালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে আরও বৃদ্ধি পাবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ