রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো ভূমিকা চান কাদের

মায়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংকট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন,এই সংকট মায়ানমার সরকার সৃষ্টি করেছে, এটা তাদেরকেই সমাধান করতে হবে।

৯ অক্টোবর সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী টানেলের ওয়ার্কিং সাইট পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের মন্ত্রী বাংলাদেশ সফরকালে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখতে হবে।’

এ সময় জি-টু-জি পদ্ধতিতে নির্মাণাধীন কর্ণফুলী টানেলের অর্থছাড়ে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান ওবায়দুল কাদের। বলেন, ‘কোন প্রতিবন্ধকতা নেই, কর্ণফুলী টানেলের নির্মাণকাজ এগিয়ে চলেছে। সংযোগ সড়কসহ টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এরমধ্যে চীন সরকার দিবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।’

সেতুমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও তাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প এবং সওজ চট্টগ্রাম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭