রোহিঙ্গা ইস্যুতে সংসদ নির্বাচনের সূচি যাতে ভণ্ডুল না হয় সেজন্যে সরকারের কাছে সুপারিশ করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে সংসদ ভেঙে নির্বাচনকালীন সরকার, সেনা মোতায়েন, ‘না’ ভোটসহ ১৪ দফা প্রস্তাব দিয়েছে জেএসডি।
৮ অক্টোবর রোববার সকালে জেএসডি সভাপতি আসম আবদুর রবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় শুরু সংলাপ দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠক শেষে সাংবাদিকদের আসম রব বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপে ইসির কাছে ১৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। সংসদ নির্বাচনে ভোট দিতে না পারলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়বে। এমনিতে রোহিঙ্গা ইস্যুতে আমরা সংকটে পড়ে গেছি। ভোটারবিহীন নির্বাচন সে সংকটকে আরও উস্কে দেবে।
লিখিত প্রস্তাবে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে যাতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের সূচি ভণ্ডুল না হতে পারে-সেজন্যে একদিকে সমস্যার স্থায়ী সমাধান ও অন্যদিকে উন্নয়ন ত্বরান্বিত করার স্বার্থে উপআঞ্চলিক জোট গঠনের কূটনীতি জোরদার করতে হবে।
এর জন্য ইসি সরকারের কাছে সুপারিশ করতে পারে বলে উল্লেখ করেন জেএসডি সভাপতি।
সংলাপে জেএসডির লিখিত প্রস্তাব দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন উপস্থাপন করেন।
জেএসডি’র অন্য দাবিগুলো হচ্ছে-ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে, ইসির স্বাধীন ভূমিকা নিশ্চিত, প্রবাসীদের ভোটাধিকার, না ভোটের বিধান চালু, তিন মাস আগে মামলা নিষ্পত্তি, সবার জন্যে সমান সুযোগ তৈরি, সব ভোটারের এনআইডি কার্ড সরবরাহ, দলের অঙ্গ সংগঠন না থাকার বিধান কার্যকর, সব প্রার্থীকে এক মঞ্চে প্রচারে ব্যবস্থা করতে হবে।
এছাড়া ৯ অক্টোবর জাতীয় পার্টি, ১০ অক্টোবর সকালে বিকল্পধারা বাংলাদেশ; বিকালে ইসলামী ঐক্যজোট, ১১ অক্টোবর সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; বিকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ১২ অক্টোবর সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বিকালে গণতন্ত্রী পার্টি, ১৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ১৬ অক্টোবর সকালে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকালে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ১৮ অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, ১৯ অক্টোবর সকালে জাতীয় পার্টি-জেপি; বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ করেছে ইসি।
এরপর ২২ অক্টোবর পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭