রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া-চীনও পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে এশিয়ার দুই বড় শক্তি রাশিয়া ও চীন বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশ দুটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। প্রয়োজন হলেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত রাশিয়া ও চীনে যাবেন বলেও জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে সর্বশেষ পরিস্থিতি জানাতে ১৮ অক্টোবর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী। তিনি বলেন,সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি রাখাইন সমস্যার সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা বলেছেন। চীনের প্রতিনিধিও এ সমস্যার মূল উৎসে যাওয়ার কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিতে দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে নিয়মিত যোগাযোগের পাশাপাশি নেপথ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

আবুল হাসান মাহমুদ আলী বলেন,আমাদের এসব কূটনৈতিক উদ্যোগ ও জনসংযোগ কার্যক্রমের ফলে আন্তর্জাতিক মহলে আজ রোহিঙ্গা ইস্যুটি এত গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। নিরাপত্তা পরিষদে আরিয়া ফর্মুলা সভার আয়োজন এবং ওই আলোচনায় সব সদস্যের বক্তব্য থেকে এটি পরিষ্কার যে, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিকমহল নিবিড়ভাবে যুক্ত আছে।

মন্ত্রী এসময় আশাপ্রকাশ করেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পক্ষে যে জনমত সৃষ্টি হয়েছে তা সামনে আরও দৃঢ়তম হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে সরকারের তরফ থেকে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে সহিংসতা বন্ধ না হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেই চলছে। তবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফের পাঠানোই আমাদের এখন মূল লক্ষ্য।

উল্লেখ, গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আজকের বাজার:এলকে/এলকে ১৮ অক্টোবর ২০১৭