রোহিঙ্গা ইস্যু: এ মাসেই মায়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য চলতি অক্টোবর মাসেই মায়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ৮ অক্টোবর রোববার সচিবালয়ে চোরাচালান প্রতিরোধ নিয়ে এক সভা শেষে সংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, এ মাসেই তার মায়ানমার সফরের কথা রয়েছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সফরের এজেন্ডাও ঠিক করছেন। এজেন্ডা ঠিক হলেই সফরসূচি চূড়ান্ত হবে বলে জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী জানিয়েছিলেন, মায়ানমার সফরে দুইটি বিষয় নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টিই বেশি গুরুত্ব পাবে। এছাড়া মাদক নিযেও আলোচনা হবে। মায়ানমার থেকে অনেক মাদক আমাদের দেশে আাসছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেই মায়ানমার সরকার আমন্ত্রণ জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খাঁন কামালকে। এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন বিজিবি ও কোস্টগার্ডের মহাপরিচালকসহ বেশ কয়েকজন সদস্য।

আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭