কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিক স্কটল্যান্ড বলেছেন, কমনওয়েলথের জন্য এখন রোহিঙ্গা ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। খবর ইউএনবি।
বুধবার (৮ আগস্ট) সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউট আয়োজিত 'কমনওয়েলথের সুবিধা: অগ্রগতি ও সম্ভাবনা' আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও আশ্রয়দানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে সমস্যার সুষ্ঠু সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে কমনওয়েলথ মহাসচিব ঢাকায় অবতরণ করেন।
এশিয়ার কোনো রাষ্ট্রে এটি তার প্রথম সফর। দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ সফরের কথা রয়েছে তার।
সফরের আগে কমনওয়েলথ মহাসচিব বলেছিলেন, বাংলাদেশ কমনওয়েলথ পরিবারের সদস্য হিসেবে অত্যন্ত মূল্যবান। বাংলাদেশ এ অঞ্চলের বিভিন্ন উত্সাহমূলক ও ইতিবাচক কর্মের সাথে নিজেদের ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার মাধ্যমে কমনওয়েলথের হয়ে ভালো ভূমিকা রাখতে পারে।
বুধবার থেকে শুরু হওয়া সফরে তিনি সরকারপ্রধান, মন্ত্রী ও সুশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন। সফরে গত এপ্রিলে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে নেতারা যে অগ্রাধিকার ও প্রতিশ্রুতি দিয়েছেন সেসব বিষয় নিয়ে কথা বলবেন।
আজকের বাজার/এমএইচ