রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে ১৪ টি ঘর

টেকনাফের চাকমারকুল (পুটিনবনিয়া) রোহিঙ্গা শিবিরে আগুন লেগে ১৪টি ঘর পুড়ে গেছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পুটিনবনিয়া রোহিঙ্গা শিবিরের উমান সাইডে (পশ্চিম ব্লকে) আগুন লাগে।

পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ওই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোহিঙ্গা শিবির ও পুলিশ সূত্রে জানা যায়, পুটিনবনিয়া রোহিঙ্গা শিবিরের পশ্চিম অংশে একটি পলিথনের ঘরে আগুন লাগার পর মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পরে। ফলে মাত্র ২০-৩০ মিনিটের মধ্যে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে আশ্রয় নেয়াদের মধ্যে প্রায় ২০ হাজার রোহিঙ্গা পুটিনবনিয়া শিবিরে থাকেন।

আগুনের বিষয়টি নিশ্চত করে হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপঙ্কর কর্মকার বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

আগুনে কোনো হতাহত হয়নি জানিয়ে ইউএনও আরো বলেন, পুড়ে যাওয়া ঘরগুলো এনজিওর মাধ্যমে পুননির্মাণ করে দেয়া হবে।

আজকের বাজার/এমএইচ