এর আগে গতকার শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে, দুই দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাতে রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।
প্রায় ১০ বছর পর বাংলাদেশে এলেন কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সফরে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের কার্গো বিমানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮