কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় ৩৯ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ওয়ার্ক পারমিট না থাকায় রবিবার বেলা ১২টার দিকে তাদের আটক করে বাংলাদেশ পুলিশ। শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া মালভিটা এলাকায় স্থাপিত তল্লাশি চৌকিতে তল্লাশি অভিযান চলাকালে তাদের আটক করা হয় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের।
তিনি বলে, আটক ৩৯ জন বিভিন্ন দেশের নাগরিক। তাদের কারও ওয়ার্কপারমিট ভিসা নেই। এরা প্রত্যেকেই ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে চাকরি করছেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় তাদের পাসপোর্ট জব্দ করে পুলিশ।
জানো গেছে, জব্দ করা পাসপোর্টধারীরা বিদেশি এনজিও হোপ ফাউন্ডেশন, স্যাভ দ্যা সিলড্রেন, তুর্কি, এমএফএস, নরওয়ে খ্রিস্টান এইড, রিলিফ ইন্টারন্যাশনাল, এসিটি ইন্দোনেশিয়া, ডেনিস কাউন্সিল, এফএইচ ইন্টারন্যাশনাল ও মার্কস ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি বিদেশি এনজিওতে বিভিন্ন পদে চাকরি করছিলেন।
এমআর/