মায়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।
১৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জাহিদ হামিদি।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান কক্সবাজারে তাকে স্বাগত জানাবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের দুর্দশা পরিদর্শন শেষে দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন।
এর আগে দু’দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে ঢাকায় আসেন আহমদ জাহিদ হামিদি। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি বলেন, মায়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্য সেবার জন্য একটি ফিল্ড হসপিটাল বানিয়ে দেবে মালয়েশিয়া সরকার। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে।
এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭