কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে। আজ বুধবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে রাতযাপন করবেন তিনি।
গত বছরের মাঝামাঝি সময় থেকে রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এবারই কোনো মন্ত্রী রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে পাঠিয়েছে দেশটি। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেও ক্যাম্প পরিদর্শনে যাননি তিনি।
সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকার পর রাতে ড. উইন মায়াত আয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এরপর রাতেই তার মিয়ানমার ছেড়ে যাওয়ার কথা।
আজকেরবাজার/এস