অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক উইলয়াম ল্যাসি সুইং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
রোববার (১৫ জুলাই) রোহিঙ্গাদের দুর্দশা দেখতে ও তাদের কষ্টের কথা শুনতে কক্সবাজারের আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শনে যান তিনি।
সেখানে তিনি নিজের ও বিভিন্ন সংগঠনের সহায়তা কর্মকাণ্ড ও ত্রাণ তৎপরতা পরিদর্শন করেন। আজ রাতেই আইওএম মহাপরিচালকের ঢাকায় ফেরার কথা রয়েছে।
শনিবার তিন দিনের সফরে ঢাকা আসেন সুইং। সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানান মহাপরিচালকের মুখপাত্র লিওনার্দ দোয়েল।
আজকের বাজার/এমএইচ