মায়ানমার থেকে সম্প্রতি বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তথ্য নিবন্ধন ও সংরক্ষণের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে ১০টি ল্যাপটপ প্রদান করেছে এফবিসিসিআই।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,এফবিসিসিআই ১৮ সেপ্টেম্বর সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাপটপগুলো হস্তান্তর করা হয়। বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান এবং তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার প্রাপ্তি সহজ করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য নিবন্ধন করার উদ্দেশ্যে এফবিসিসিআই এ উদ্যোগ নিয়েছে।
এফবিসিসিআই পরিচালনা বোর্ডর পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুদ্দিন রাজেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান পিএসসি’র কাছে ল্যাপটপগুলো হস্তান্তর করেন।
এসময় এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এবং পাসপোর্ট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন।