রোহিঙ্গা নির্যাতন বন্ধে দালাই লামার আহবান

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা মায়ানমারে চলমান রোহিঙ্গা সঙ্কটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে সহিংস কর্মকাণ্ড বন্ধ করতে মায়ানমারের সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

ইউরোপ সফররত তিব্বতের এই আধ্যাতিক নেতা ৯ সেপ্টেম্বর শনিবার মায়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চির উদ্দেশ্য বলেন, যারা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘হয়রানি’ করছে তাদের এসব আগ্রাসী কর্মকাণ্ড করার আগে মহামতি বুদ্ধের কথা একবার মনে করা উচিত।

তিনি বলেন, আমার মনে হয় আজ মহান বুদ্ধ থাকলে ওই অসহায় মুসলিমদের সাহায্য করতেন।

উল্লেখ, গত ২৪ আগস্ট রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য।

তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী আরকানের রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে। এর পর থেকে প্রাণভয়ে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে।

আজকের বাজার:এলকে/এলকে/ ৯ সেপ্টেম্বর ২০১৭