রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক আজ

On the day of the official nomination of the new Secretary-General to succeed Secretary-General Kofi Annan, outiside the United Nations Headquarters, flags fly in the north end of the building, on a sunny fall day. 9/Oct/2006. UN Photo/Mark Garten. www.unmultimedia.org/photo/
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বৈঠক বসছে আজ। এ বৈঠকে সংকটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

আটটি দেশের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স এবং অস্থায়ী পাঁচ সদস্য সুইডেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস, কাজাখস্তান ও গিনি রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সাড়া দিয়েই আজকের বৈঠক হবে।

রোহিঙ্গা ইস্যুতে এর আগেও নিরাপত্তা পরিষদে বেশ কয়েক দফা বৈঠক হয়। এ নিয়ে প্রেসিডেন্সিয়াল বিবৃতিও দেওয়া হয়।

তবে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার বিরোধীতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া যায়নি।

আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮