প্রাণ বাঁচতে প্রতিদিন মায়ানমার থেকে বাংলাদেশে ছুটছে ১০ হাজার থেকে ২০ হাজার রোহিঙ্গা। রাখাইন রাজ্যে সহিংসতা চলতে থাকলে, চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে রোহিঙ্গা পৌঁছাবে ১০ লাখে। দৈনিক আজকের বাজারে "দশ লাখ ছাড়াতে পারে রোহিঙ্গা শরনার্থী" এমন প্রতিবেদন ছাপার একদিন পর জাতিসংঘ এ মন্তব্য করলো।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অপারেশসন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মোহামুদ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র সহকারী হাই কমিশনার জর্জ ওকোথ-ওব্বো বৃহস্পতিবার কক্সবাজার পরিদর্শন করে সাংবাদিকদের এ শঙ্কার কথা জানান।
শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানিয়ে আবদিকার মোহামুদ বলেন, “আমাদের উদ্বেগ বাড়ছে।”
গত ২৫ অগাস্ট থেকে নতুন করে প্রায় চার লাখ শরণার্থী বাংলাদেশে আসায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা সামলাতে আন্তর্জাতিক সম্প্রদায় ‘এখনও যথেষ্ট’ করছে না বলে মন্তব্য করেন তিনি।
এই সংকটে বাংলাদেশ সরকার যে জরুরি সাড়া দিয়েছে তার প্রশংসা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আরও অনেক কিছু করতে হবে।”
আজকের বাজার : এলকে/এলকে ১৪ সেপ্টেম্বর ২০১৭