রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিতে মিয়ানমারের প্রতি আহ্বান

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিতের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে কানাডা।

বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার আগে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিসিয়া ফ্রিল্যান্ড এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেরি-ক্লাউড বিবেউ।

তারা জানান, এই মাসে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ কানাডা। তাড়াহুড়ো করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো উচিৎ নয় বলে মনে করছে কানাডা।

বুধবার প্রকাশিত তাদের বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলো স্পষ্টভাবে জানিয়েছে যে, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য পরিবেশ-পরিস্থিতি মোটেও উপযুক্ত নয়। রাখাইন রাজ্যে সংকট এখনও চলছে। সহিংসতা ও নির্মমতা অব্যাহত থাকার কারণে রোহিঙ্গারা এখনও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা এমন পরিবেশে ফেরত পাঠানো করা উচিৎ নয় যেখানে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকবে।’

কানাডা ক্রমাগত জোর দিয়েছে যে, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সঙ্গে এবং টেকসই হতে হবে। অবশ্যই তাদের মানবাধিকার রক্ষা করতে হবে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও উন্নয়নমন্ত্রী জানান, ‘সকল রোহিঙ্গার জন্য চলাচলের স্বাধীনতা, সমান অধিকার, স্বাস্থ্য ও শিক্ষা সেবা গ্রহণের প্রবেশাধিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মিয়ারমারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন প্রবেশাধিকার প্রদানের জন্য দেশটির সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, যাতে রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং ভবিষ্যতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সহজতর করা যায়।’

তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ