রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ করবে বলে জানিয়েছে রোহিঙ্গা পরিদর্শনে আসা জাতিসংঘের প্রতিনিধি দল।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা। এ সময় প্রতিনিধিদল আরও জানায়, তারা যা দেখেছেন, তা প্রতিবেদন আকারে নিরাপত্তা পরিষদে তুলে ধরবেন।
এর আগে, সকাল ৯ টায় প্রতিনিধি দলটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের কোনারপাড়া পয়েন্টের শূন্যরেখায় পৌঁছে। সেখানে তারা এক ঘন্টার বেশি সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন ক্যাম্পসহ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এছাড়া সেখানে দলটির সদস্যরা ইউএনএইচসিআর, আইওএমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করবে প্রতিনিধিদলটি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ জনসহ ৪০ সদস্যের এই প্রতিনিধি দল শনিবার বিকাল সাড়ে ৪টায় কুয়েত থেকে সরাসরি কক্সবাজার পৌঁছে। তাদের নেতৃত্বে রয়েছেন পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা, যিনি চলতি (এপ্রিল) মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা।
এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে বলিভিয়া, ইকুয়েটোরায়েল গায়েনা, ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, নেদারল্যান্ডস, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধি এবং আইভরি কোস্টের উপ-স্থায়ী প্রতিনিধি রয়েছেন।
এর আগে, শনিবার রাতে ইনানীর হোটেল রয়েল টিউলিপে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।
আরজেড/