যত শিগগিরই সম্ভব বাংলাদেশ থেকে নিজেদের নাগরিক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর ব্যাপারে চীনের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
যাদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে, এমন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ প্রস্তত রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুও মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ কথা বলেন। খবর ইউএনবি।
চীনের রাষ্ট্রদূত এ সময় সম্প্রতি তার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা সংক্ষিপ্তভাবে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। সেই সাথে তিনি রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালীকরণের ওপর জোর দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত মিয়ানমারে রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির ব্যাপারে মিয়ানমারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। যাতে করে রোহিঙ্গারা সেখানে নিজেদের নিরাপদ ভাবতে পারেন।
আজকের বাজার/এমএইচ