মায়ানমারের রাখাইন রাজ্যে থেকে দেশটির সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে ঢাকা-নাইপিদোর মধ্যে প্রত্যাবাসন চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার ২৩ নভেম্বর দুপুরে দেশটির রাজধানী নেপিদোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
জানা গেছে, এর মাধ্যমে আগামী ২ মাসের মধ্যে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়নি।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চুক্তি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ঘর-বাড়ি পুড়ে গেছে সে জন্য সময় দরকার। ঢাকায় ফিরে এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।
এর আগে ১৯৭৮ সালে দু’দেশ চুক্তি করেছিল। সেই চুক্তির অধীনে ২ লাখ ৪০ হাজার রোহিঙ্গা ৬ মাসের মধ্যে ফেরত গিয়েছিল। পরে ১৯৯২ সালে দু’দেশের মধ্যে আরেকটি সমঝোতা হয়, যার অধীনে ২০০৫ সাল পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা মায়ানমারে ফেরত যায়।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ নভেম্বর ২০১৭