রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার (৬ জুন) এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদা এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়াকে অনেক এগিয়ে নিতে পারবে বলে আশা করা যাচ্ছে। খবর ইউএনবির।
গত বছরের আগস্টের শেষ দিকে শুরু হওয়া ওই ধরপাকড়ে এক হাজার রোহিঙ্গা নিহত ও সাড়ে সাত লাখের বেশি প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রাষ্ট্রহীন রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড ও নিপীড়নের পর জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনার মুখে পড়ে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার।
আরজেড/