সুষ্ঠুভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরনার্থী সংকট: টেকসই সমাধানের লক্ষ্যে’ বিষয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এই মুহূর্তে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে এবং এখনও রোহিঙ্গা আসছে বলে জানান তিনি। আসন্ন বর্ষা মৌসুম, রোহিঙ্গাদের ফিরে গিয়ে সুষ্ঠভাবে কাজে যোগ দেওয়া সম্পর্কিত কয়েকটি চ্যালেঞ্জ উল্লেখ করেন তিনি।
আজকের বাজার/আরজেড