রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে মিয়ানমারে পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনের উন্নতি নিয়ে মিয়ানমারের নেতাদের সাথে আলোচনা করতে সেখানে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইউএনবি।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যরা।

পররাষ্ট্রমন্ত্রীর চার দিনের সফর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ঢাকা।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার সহায়ক পরিবেশ তৈরিতে কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেবে প্রতিনিধি দলটি।

আরেক কর্মকর্তা জানান, মিয়ানমার নেতাদের সাথে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী উত্তর রাখাইনেও যেতে পারেন।

আজকের বাজার/এমএইচ