রোহিঙ্গা ফেরতের সব ধরনের খরচ মিয়ানমার সরকার বহন করবে। প্রথম দিকে ৩০০ জন করে ফেরত নিলেও তিনমাসের মধ্যে সংখ্যাটি আরো বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি চূড়ান্ত করা শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব জানান পররাষ্ট্রসচিব।
তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরাতে ইন্টারন্যাশনাল রেড ক্রসের সাহায্য নিতে রাজি হয়েছে মায়ানমার। তবে জাতিসংঘের সাহায্য নিতে এখনও রাজি হয়নি দেশটি।
মঙ্গলবার সকালে মায়ানমারের রাজধানী নেপিদোতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় চুক্তিটি চূড়ান্ত হয়। সোমবার ১৫ জানুয়ারি ওই সভা শুরু হয়।
বাংলাদেশের পে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক ও মিয়ানমারের পে নেতৃত্ব দেন দেশটির পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থো।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা শুরুর পর ইতিহাসের ভয়াবহতম এ জাতিগত নিধন শুরু করলে বাংলাদেশে পালিয়ে আসেন প্রায় ৭ লাখ রোহিঙ্গা।
আজকের বাজার : ওএফ/ ১৬ জানুয়ারি ২০১৮